সিলেট তামাবিল জাফলং মহাসড়কে

মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

সিলেট তামাবিল জাফলং মহাসড়কে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক নারী যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। নিহত ওই নারী যাত্রীর নাম মায়ারুন নেছা (৪০)। তিনি গোয়াইনঘাট উপজেলার লামা কুটাপাড়া গ্রামের হাজী সাহিদ আহমদের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ই জানুয়ারি) নিহত মায়ারুনকে বহনকারী নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা সিলেট অভিমুখে যাচ্ছিল। বেলা ১১:১০ মিনিটে অটোরিকশাটি তামাবিল মহাসড়কের করিচেরপুল নামক এলাকায় পৌঁছালে মাটি বোঝাই একটি ড্রামট্রাক (রেজি নং- ঢাকা মেট্রো-ড-১১-৬০৫১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক ট্রাকটি পাশ্ববর্তী জমি থেকে মাটি পরিবহন করছিল। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ টিম এসে ঘটনাস্থলে পৌঁছে নারীর মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য