নাজিরপুরে

পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠান

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠান

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পিরোজপুরের নাজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।

গতকাল রবিবার নাজিরপুর বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মো: আবু নাসের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। নাজিরপুর থানার ওসি মো: মাহমুদ আল ফরিদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশক ও নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ, আমার পিরোজপুর পত্রিকার সম্পাদক অনুপ কুমার সিকদার, নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম আলী ডাকুয়া, দেউলবাড়ী ইউনিয়নের আহবায়ক মাস্টার ছরোয়ার হোসেন গাজী, কলারদোয়ানিয়া বিএনপির আহবায়ক আরিফুল হক উজ্জ্বল, কলারদোয়ানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: মোস্তফা কামাল, ৯ নং কলারদোয়ানিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাসানাত ডালিম, ৩ নং দেউলবাড়ী দোবরা ইউনিয়ন চেয়ারম্যান এফ এম রফিকুল ইসলাম বাবুল, কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান শানু, সহ শিক্ষক, বৈঠাকাটা ও গাঁওখালী বাজারের ব্যবসায়ী সমিতি, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার খাঁন মো: আবু নাসের তার বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনো আপস নেই।” মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। পুলিশ সুপার আরও বলেন, “মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহযোগিতা করা হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।”

এছাড়া উপস্থিত সাধারণ জনগণের মাঝে তার মোবাইল নম্বর দেন এবং বলেন, “আমার মোবাইলটি’ই একটি অভিযোগ বাক্স, কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে সাথে সাথে আমাকে অবহিত করবেন, আমি আপনাদের নাম গোপন রাখব এবং তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করাব।”

 

ভোরের আকাশ/রন

মন্তব্য