যাত্রাবাড়ীর তুষারধারায়

৬৫ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠান

মনির হোসেন
৬৫ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠান

ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন জাতীয়তাবাদী যুবদলের যাত্রাবাড়ী থানার ৬৫ নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার যাত্রাবাড়ীর তুষারধারায় ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে এ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথি খন্দকার এনামুল হক এনাম বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। তিনি আগামী নির্বাচনে যুবদলের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে যেভাবে যুবদল স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিল, আগামীতে দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে থাকবো।

এছাড়াও প্রধান বক্তা রবিউল ইসলাম নয়ন বিগত দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামে যাত্রাবাড়ী ৬৫ নং ওয়ার্ড যুবদলের প্রশংসা করেন। তিনি বলেন, আগামীদিনে জনগণের ভোটের অধিকার ও ভাতের অধিকার আদায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা চালাবে যুবদল। দলের ভাবমূর্তি বিনষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে নেতৃবৃন্দকে বিরত থাকতেও তিনি আহ্বান জানান।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য