মহাসড়কে চাঁদাবাজি ও দুর্ঘটনা রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা হাইওয়ে থানায় ওপেন হাউস-ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকালে খাঁটিহাতা হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি ও অতিরিক্ত দায়িত্বে সিলেট রিজিয়নের মো. খাইরুল আলম।
অনুষ্ঠানে মহাসড়ক কেন্দ্রিক সকল স্টেকহোল্ডারের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শ্রবণ করে হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। তিনি ঢাকা-সিলেট মহাসড়কে শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং দুর্ঘটনা প্রতিরোধে আন্তরিকভাবে সরকারি দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল অফিসারদের নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও নির্দেশ দেন যে, কোনো অসাধু ব্যবসায়ী যেন মহাসড়কের উপর পাথর, ইট-বালু সহ অন্যান্য নির্মাণ সামগ্রী রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অফিসার ইনচার্জ, খাঁটিহাতা হাইওয়ে থানাকে নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী সকল ধরনের থ্রি-হুইলার ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেন। মহাসড়কে সবরকম চাঁদাবাজি বন্ধে তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটি, পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণসহ সচেতন সুধী সমাজ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য