গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দীর্ঘদিনের ভোগান্তির কাঁচা রাস্তা পাকা হওয়ায় আনন্দিত তিন গ্রামের হাজারো মানুষ। সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের চক গয়েশপুর হতে বল্লমঝাড় ইউপি সড়ক পর্যন্ত ১৭২০ মিটার দীর্ঘ সড়ক উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সদর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আরএসএল এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করেছেন।
স্থানীয় বাসিন্দা রিকশা চালক চাঁন মিয়া বলেন, “এই কাঁচা রাস্তা দিয়ে আগে রিকশা নিয়ে যাওয়া যেত না, হেলেদুলে অনেক কষ্ট করে নিয়ে যাওয়া আসা করতে হতো, কয়দিন পরপর খালি নষ্ট হয়ে যেত। পরে মানুষ বাড়িতে রিকশা রাখি আসতে হতো। আর বৃষ্টির দিনে তো হাঁটা চলাচল করা যেত না। এজন্য অনেক কষ্ট আর ভোগান্তি করতে হয়েছে বহুদিন। এখন পাকা হলো, খুব ভালো হয়েছে আর ভোগান্তি হবে না। ভালোভাবে চলাফেরা করা যাবে।”
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম ভোরের আকাশকে বলেন, “প্রকল্পটি ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে। সড়কটির উন্নয়ন এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজতর করেছে। এতে স্থানীয় জনগণের কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সার্বিক জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।” তিনি আরও জানান, ইতিমধ্যে সড়কটির উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইফাদের মিশন সদস্য মো. আবুল বাশার এবং প্রকল্প সমন্বয়ক নাবিল রহমান। তারা উন্নয়ন কাজের গুণগত মান ও বাস্তবায়ন কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য