বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে "দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস" (এইচএমপিভি) ছড়িয়ে পড়ার পর আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর এলাকায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। উদ্বোধন করা হয়েছে ৫ সদস্যবিশিষ্ট অস্থায়ী মেডিকেল বুথ। সোমবার (১৩ জানুয়ারি) আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে অস্থায়ী মেডিকেল বুথ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান।
এ সময় ভারত থেকে আসা যাত্রীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। অস্থায়ী মেডিকেল বুথের সদস্য ডা. সানজিদা ইসলাম জানান, এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে সোমবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে ভারত থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং প্রত্যেক যাত্রীকে সতর্কতামূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেয়া হচ্ছে।
এ বিষয়ে আখাউড়া থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান জানান, এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন জানান, এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় অস্থায়ী মেডিকেল ডেস্ক উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে ৬টা পর্যন্ত সেবা দেয়া অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/রন
মন্তব্য