স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে "তারুণ্যের উৎসব-২০২৫" উপলক্ষে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা বাগেরহাটের চিতলমারী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৭টি ইউনিয়নের বিজয়ী দলগুলো কর্মশালায় অংশগ্রহণ করে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল কর্মশালার শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. কামরুন্নেসা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেল পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ আজমল, এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন।
ভোরের আকাশ/ সু
মন্তব্য