পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ঈদগাহ মাঠে বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও গরীব, অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রশীদ, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ বাবর তালুকদার, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট অবঃ মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট অবঃ মোঃ হাবিবুর রহমান সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ নানাবিধ সামাজিক কার্যক্রম করে থাকে। অসহায় শীতার্ত এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। সমাজের সকলের এই ধরনের কাজে এগিয়ে আসা উচিত। তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সকলকে আরো সামাজিক কাজ করার জন্য অনুরোধ করেন এবং সকলকে ধন্যবাদ জানান।
ভোরের আকাশ/রন
মন্তব্য