‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার তরুণদের নিয়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরে তারুণ্যের উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন তিনি।
জেলা প্রশাসক জানান, পিরোজপুরে তারুণ্যের উৎসব ক্যাম্পেইন আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে। ক্যাম্পেইন চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে পিরোজপুর জেলা প্রশাসনের কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে ক্রিকেট, ভলিবল, কাবাডিসহ বিভিন্ন ধরণের খেলাধুলা, সপ্তাহব্যাপী মেলা, বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। মাসব্যাপী অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করতে এবং সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে আহ্বান জানান জেলা প্রশাসক।
এ সময় পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য