ঢাকার সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাভার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ এবং সিনিয়র সাংবাদিক অরুপ রায়। এসময় তাদের সহায়তা করেন দৈনিক ইনকিলাবের সাভার প্রতিনিধি সেলিম আহমেদ।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজকালের খবরের সাভার প্রতিনিধি আরিফুর রহমান এবং মানবজমিনের স্টাফ রিপোর্টার হাফিজ উদ্দিন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক করতোয়ার সাভার প্রতিনিধি এসএম সবুজ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক নিউজ গার্ডেনের সম্পাদক ওমর ফারুক।
দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের সাভার প্রতিনিধি এমদাদ হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকাপোষ্টের জেলা প্রতিনিধি লোটন আচার্য্য। পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের সাভার প্রতিনিধি আমান উল্লাহ পাটোয়ারী।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য্য, জিটিভি ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আজিম উদ্দিন এবং দ্য ডেইলি স্টার ও নাগরিক টিভির সাভার প্রতিনিধি আখলাকুর আকাশ।
উল্লেখ্য, নানা জটিলতার কারণে প্রায় সাত বছর পর উৎসবমুখর পরিবেশে সাভার প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য