পিরোজপুরের নাজিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রির অভিযোগে বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার সাতকাছিমা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।
মোবাইল কোর্টের অভিযানে নিবন্ধনবিহীনভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে উপজেলার সাতকাছিমিয়া গ্রামের নবির উদ্দিন শেখের পুত্র মোঃ আলমগীর হোসেন শেখ (৫৪) ও একই এলাকার আঃ জলিলের পুত্র মোঃ লোকমান হোসেন (৫৮)-কে "সার ব্যবস্থাপনা আইন, ২০০৬" এর ৮ ধারার অপরাধে প্রত্যেককে ৩০,০০০ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে সার ব্যবসা পরিচালনাকারী মোঃ আলমগীর হোসেনের দোকান থেকে ১,৬৩৫ কেজি এবং মোঃ লোকমান হোসেনের দোকান থেকে ৬০০ কেজি, মোট ২,২৩৫ কেজি বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ জানান, "সার ব্যবস্থাপনা আইন, ২০০৬" এর ৮ ধারার অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। জব্দকৃত ২,২৩৫ কেজি সার উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
ভোরের আকাশ/রন
মন্তব্য