ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে মর্টার শেলটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, বিপ্লব চৌধুরীর বাড়িতে গাছ লাগানোর জন্য মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ওসি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
ভোরের আকাশ/রন
মন্তব্য