"আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে"—এ স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফেনী জেলা সংসদের ১১তম সম্মেলন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ফেনী জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের। উদ্বোধন শেষে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে শেষ হয়।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় উদীচী ফেনী জেলা সংসদের সভাপতি মহিবুল হক রাসেলের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আহমেদ সিয়ামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নিবাস দে, কেন্দ্রীয় কমিটির সদস্য তাহমিনা ইয়াসমিন নীলা, আজমির তারেক চৌধুরী, উদীচীর প্রবীণ সদস্য অর্চনা রানী মজুমদার, সিপিবি ফেনী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র শীল, লেখক ও শিক্ষাবিদ শিখা সেনগুপ্ত, সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান দারা, ফেনী সাহিত্য সভার আহ্বায়ক কবি সাবিহ মাহমুদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব শামীম পাটোয়ারী প্রমুখ।
সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে মহিবুল হক চৌধুরী রাসেলকে সভাপতি ও শান্তুনু দেবনাথকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতিবৃন্দ মানিক কর্মকার, রাজীব দেবনাথ, রহিম উদ্দিন, নুরুল আমিন, বিদ্যেশ্বর বৈদ্য; সহ-সাধারণ সম্পাদক তমাল সাহা; কোষাধ্যক্ষ অনিক লাল দাস। সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন আহমেদ সিয়াম, পূর্ণা চক্রবর্তী, বিমল কর্মকার, অননিকা রানী দাস। জেলা কমিটির সদস্যরা হলেন মোমেনুল হক, শাওন চক্রবর্তী, তন্ময় রায়, বিথী চক্রবর্তী, পলাশ পাল, ফাতেমা আক্তার রিনথি, লিপু রানী দেবী, প্রান্ত দাস প্রমুখ।
ভোরের আকাশ/রন
মন্তব্য