পিরোজপুরে

সেতুবন্ধন ক্রীড়া ও কল্যাণ সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি
সেতুবন্ধন ক্রীড়া ও কল্যাণ সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সেতুবন্ধন ক্রীড়া ও কল্যাণ সোসাইটির উদ্যোগে শনিবার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুরের শারিকতলা ইউনিয়নের ডুমরিতলা রনিপুর (ডি.আর.এস) মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতুবন্ধন ক্রীড়া ও কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা। সোসাইটির সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট (সেনাবাহিনীর) আব্দুল জলিল হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবুল হাসনাত রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং শারিকতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল ফকির।

এছাড়াও উপস্থিত ছিলেন সেতুবন্ধন ক্রীড়া ও কল্যাণ সোসাইটির উপদেষ্টা নাজমুল, কামাল উদ্দিন, মুহিব বিল্লাহ; সহ-সভাপতি এমদাদুল ইসলাম সবুজ; সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ রিফাত আহমেদ রাজু এবং বাগেরহাট জেলা ক্রীড়া শিক্ষক গাউসুল আজম বেপারী।

অনুষ্ঠানে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি, দুর্ঘটনায় আহত এক শিশুর পরিবারকে আর্থিক সহযোগিতা এবং একটি ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই সংগঠনের মূল লক্ষ্য হলো মানবতার সেবা করা এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়ায় উৎসাহিত করা। তারা আরও বলেন, সৌদি প্রবাসী জাকারিয়াসহ অন্যান্য যারা সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য