দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইষে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযানে গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা চালায় বালু ব্যবসায়ীরা।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমিলাইষ ১নং ওয়ার্ডের সাঙ্গু নদীতে এই ঘটনা ঘটে। অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনে জড়িত এক ব্যক্তিকে আটক করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এসময় আনসার, পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা তার সাথে ছিলেন।
জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে বাল্কহেড ও ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় নৌকায় সাঙ্গু নদীতে অভিযানে যায় প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাল্কহেড ও ড্রেজার সরিয়ে নিতে থাকে বালু ব্যবসায়ীরা।
এসময় ম্যাজিস্ট্রেটের অভিযানে ক্ষিপ্ত হয়ে বালু ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের চেষ্টা করে।
এ ঘটনায় কোনো ড্রেজার মেশিন জব্দ করতে না পারলেও বালু উত্তোলনে জড়িত মোঃ সবুজ (ভোলার চর ফ্যাশন এলাকার কবির মাঝির ছেলে) কে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, "সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে আমিলাইষে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। নৌকা নিয়ে ম্যাজিস্ট্রেট সেখানে গেলে বালু উত্তোলনে জড়িতরা সরকারি কাজে বাধা প্রদান, ইটপাটকেল নিক্ষেপ ও হামলার চেষ্টা করে। এ ঘটনায় একজনকে আটক করে সাজা দেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করে দ্রুত আইনের আওতায় আনা হবে।"
ভোরের আকাশ/রন
মন্তব্য