ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফেনী প্রতিনিধি
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী।

উল্লেখ্য, টুর্নামেন্টে ফেনীর ছয়টি উপজেলার ছয়টি দল অংশগ্রহণ করছে। তারুণ্যের উচ্ছ্বাস ও ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে এই আয়োজন করা হয়েছে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য