পিরোজপুরে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

পিরোজপুরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল কবির লীনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "শহীদ জিয়াউর রহমান ছিলেন জনমানুষের নেতা, সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন নয়নের মণি। তিনি জনগণের জন্য নিজে খাল কেটেছেন। তার আদর্শে আগামী দিনে বিএনপি এগিয়ে যাবে। তবে অতীতের দোহাই দিয়ে অপকর্ম করে দলে থাকার সুযোগ নেই।"

অনুষ্ঠানে জেলা বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ অনুসরণ করে দলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য