ফেনী জেলা ছাত্রদল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

ফেনী জেলা প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গিল্লাবাড়িয়াতে শুরু হয়ে ৯টি ওয়ার্ডের ১৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি নূর নবী হিটলার, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মেম্বার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহীদ উল্লাহ মেম্বার, সহ-সভাপতি এমরান হোসেন আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মমতাজ উদ্দিন মেম্বার, জেলা যুবদলের সহ-সম্পাদক মিজানুর রহমান, ফেনী জেলা যুবদলের সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ মানিক, ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ ভুট্টো, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, গোলাম রাব্বানী, একরামুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম শান্ত এবং কাজীরবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল মোমুনির রহমান তারেকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য