বরিশালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ।
তিনি বলেন, "যখন বাংলাদেশের মানুষ বিপদগ্রস্ত হয়েছিল, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলোকবর্তিকা হিসেবে সামনে এগিয়েছিলেন। জোর করে কাউকে ক্ষমতায় রাখা যায় না। স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার হত্যা করেছিল সেই সময়। ১৯৭৫ সালে মানুষ ফুঁসে উঠেছিল, ক্ষুব্ধ হয়েছিল।"
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে চরমোনাই ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "যেই সংকটকালে নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। সংকট থেকে উদ্ধার করে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। পরবর্তীতে তিনি সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র তিন মাসে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসেন।"
তিনি বলেন, "জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্রপ্রেম, সততা ও সাহসিকতার কাছে বারবার পরাজিত হয়েছেন শেখ মুজিবুর রহমান। যেখানে শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছিলেন, সেখানে জিয়াউর রহমান সফল হয়েছেন।"
আবু নাসের মো. রহমতুল্লাহ বলেন, "বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করার জন্য শেখ হাসিনা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে শেষ করতে চেয়েছিলেন। কিন্তু আজ খালেদা জিয়া সম্মানিত এবং স্ব-সম্মানে দেশের বাইরে চিকিৎসা করছেন।"
তিনি আরও বলেন, "গত ১৫ বছর ধরে তারেক রহমানের নির্দেশনায় ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি। তারেক রহমান বলেছেন, বিএনপিকে সাহায্য করুন ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। সফল রাষ্ট্র পরিচালনার জন্য জনগণকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।"
অনুষ্ঠানে চরমোনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম আব্দুস সালাম রাঢ়ীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমিন, কৃষক দলের বরিশাল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর রহমান চুন্নু, চরমোনাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আকনসহ আরও অনেকে।
মন্তব্য