শেরপুর হরিণধরা উচ্চ বিদ্যালয়

এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

শেরপুর প্রতিনিধি
এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

শেরপুর জেলার সদর উপজেলার হরিণধরা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম (মুক্তা) কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় হরিণধরা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে হরিণধরা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা।

এসময় আইজল হক মণ্ডলের সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান বিএসসির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম মুক্তা।

শফিকুল ইসলাম মুক্তা বলেন, "এ সংবর্ধনায় প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে এগিয়ে যাচ্ছিল, মাঝে বিদ্যালয়ে কিছুটা ছন্দপতন হয়েছিল। তবে এখন থেকে বিদ্যালয়ের মান উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ১০নং চরপক্ষীমারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোহেল মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিন জালু প্রমুখ।

এসময় মনোহর মুন্সী, কামাল মুন্সী, মতিউর রহমান, আব্দুল বারেক, এরশাদ ফারুকী, লাভলু মিয়া, মো. দুদু মিয়া, মো. নুরনবী, হাতেম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য