সিরাজগঞ্জে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে পৌর শহরের জানপুর ব্যাংকপাড়া মহল্লায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন, ১০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন, ৮নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হারুন, থানা বিএনপি নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল, সাবেক ছাত্রনেতা সোহেল রানা ফরহাদ, তরুণ দলের সহ-সভাপতি বাবু, যুবনেতা মির্জা সুরুজ্জামান, যুবনেতা হাসান, মহিলা দলের নেত্রী সুকতারা নয়নতারা, এবং মহিলা দলের নেত্রী কলিসহ আরও অনেকে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মির্জা মোস্তফা জামান বলেন, সততা, স্বাধীনতা ও মানবতার প্রতীক স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে।

মন্তব্য