সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় চিনি, জিরা ও বিড়ি জব্দ করেছে বিজিবি।
সোমবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার চিনাকান্দি বিওপির টহল দলের সদস্যরা ছাতারকোনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দসহ চারটি মিনি ট্রাক আটক করা হয়।
এসব ট্রাকে ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ১৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বিজিবি'র অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি'র টহল জোরদার করা হয়েছে।
মন্তব্য