উপজেলা প্রশাসনের আয়োজনে, উপদেষ্টা কার্যালয় তত্ত্বাবধানে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায়, 'তারুণ্যের উৎসব-২০২৫' এর উদযাপন উপলক্ষে আঞ্চলিক খেলাধুলায় বাগেরহাটের চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নের বিজয়ী দল উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা একে ফাইজুল হক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, মেডিকেল অফিসার ডাঃ আল আমিন, থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী, এলজিডিই অফিসের হিসাব রক্ষক আবুল বাসার ঢালী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক রহমত শেখ, যুগ্ম সদস্য সচিব হাসান শেখ, সাংগঠনিক শিহাব মুন্সি, উপজেলা ৭ ইউনিয়নের সচিবসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন।
মন্তব্য