পিরোজপুরের ইন্দুরকানীতে

মতবিনিময় সভায় স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে আলোচনা

পিরোজপুর প্রতিনিধি
মতবিনিময় সভায় স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে আলোচনা

পিরোজপুরের ইন্দুরকানীতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও হেলথ কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বকুল মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্য মো. ছাকিল খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকুল মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কামরুজ্জামান (এমবিবিএস, বারডেম হাসপাতাল, ঢাকা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমিতির সহ-সভাপতি আলতাফ হোসেন শিকদার। এছাড়া উপস্থিত ছিলেন বকুল মেমোরিয়াল ক্লিনিকের ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর মিলন এবং উপজেলা স্বাস্থ্য সুপারভাইজার মাহবুব হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আগত পল্লি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

বক্তারা বলেন, "বকুল মেমোরিয়াল ক্লিনিকের পথচলা শুরু হয়েছে সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য। আমরা চাই, স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে, যেন এলাকার অসহায় ও গরিব রোগীরা সেবা পেতে পারে। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।"

মন্তব্য