জামালপুরে

গৃহকর্মীদের অধিকার উন্নয়নে সচেতনতামূলক সভা

জামালপুর প্রতিনিধি
গৃহকর্মীদের অধিকার উন্নয়নে সচেতনতামূলক সভা

সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী গৃহকর্মীদের সম্মান, মর্যাদা এবং অধিকার উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জামালপুর পৌরসভার বামুনপাড়া উদয়ন ক্লাবে উন্নয়ন সংঘের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি এন্ড রাইটস ইনিসিয়েটিভ থ্রো প্রমোশন অফ টেকনোলজিস্ট (স্ক্রিপ্ট) প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার। সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

দেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএমের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর আলম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, তিরুথা সত্যপীর উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবুল কালাম আজাদ, বামুনপাড়া মসজিদের ইমাম মোজাম্মেল হোসেন, উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান, গৃহকর্মী হজিরন, ছাত্রী মারিয়া প্রমুখ।

জানা যায়, স্ক্রিপ্ট প্রকল্পের আওতায় গৃহকর্মী, হিজড়া জনগোষ্ঠী, বিপদাপন্ন নারী, শিশু, কিশোর ও কিশোরীদের অধিকার, আত্মকর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, সামাজিক ও মানবিক সচেতনতা সৃষ্টি করাসহ উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বহুমাত্রিক কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি জামালপুর ও শেরপুর জেলার উল্লেখিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার বলেন, গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় সরকার নীতিমালা তৈরি করেছে। সরকারের পাশাপাশি উন্নয়ন সংঘ ও বিএসআরএমের মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে নীতিমালা বাস্তবায়নসহ গৃহকর্মী, হিজড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের ইতিবাচক পরিবর্তনে লাগসই ভূমিকা তৈরি হবে। সভায় উপস্থিত কমিউনিটির বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নিয়ে বিভিন্ন মতামত প্রদান করেন।

মন্তব্য