পিরোজপুরে

তারুণ্যের উৎসব উপলক্ষে সাইকেল র‌্যালি

পিরোজপুর প্রতিনিধি
তারুণ্যের উৎসব উপলক্ষে সাইকেল র‌্যালি

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ৭০০ সাইকেল নিয়ে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় জেলা স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের আয়োজনে সাইকেল র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিয়াকাঠি চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় পায়রা উড়িয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান র‌্যালির উদ্বোধন করেন।

র‌্যালি উদ্বোধনের সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে এদেশে আসবে টেকসই মুক্তি, অর্জিত হবে সাম্য এবং মানবিক মর্যাদার চিরস্থায়ী বন্দোবস্ত। তাই সময় এসেছে তরুণ সমাজকে উদ্যোমী করতে এবং তাদের ভাবনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে উদ্বুদ্ধ করতে। আজকের এ আয়োজন তারই অংশ।”

র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।

এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

মন্তব্য