সিরাজগঞ্জে

১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট এবং ১৫ পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সাবেক মন্ত্রীকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক ওমর ফারুক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে ১ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন।

সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সাবেক মন্ত্রীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে বিচারক ওমর ফারুক সাবেক মন্ত্রীকে জেলগেটে ১ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট এবং পুলিশ সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে ১৫ পুলিশকে হত্যা করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁন, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার নাম উল্লেখ করা হয়। এছাড়া, ৫ হাজার থেকে ৬ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এই মামলায় গত ৫ জানুয়ারি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে যৌথবাহিনী গ্রেপ্তার করে।

মন্তব্য