ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশি অভিযানে গত ২৪ ঘন্টায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী, ৭ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত ১ আসামীসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামী আখাউড়া আমোদাবাদ গ্রামের মো. সেলিম মিয়া (পিতা- মৃত সামছুল হক) এবং মো. টিটু মিয়া (পিতা- মৃত ধন মিয়া) গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী মো. ফজলু মিয়া (পিতা- মৃত মতি মিয়া) পৃথক অভিযানে গ্রেপ্তার হন।
গ্রেপ্তারকৃত ৩ জনই একই এলাকার বাসিন্দা। এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. ছমিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য