ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবি

শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবি
বুধবার (২২ জানুয়ারি) আশুগঞ্জ সার কারখানায় প্রয়োজনীয় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক-কর্মচারীরা - ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় সার উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কারখানার শ্রমিক-কর্মচারীরা। বুধবার (২২ জানুয়ারি) সকালে কারখানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রধান ফটক দিয়ে কারখানা থেকে সার সরবরাহ বন্ধ ছিল। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু কাউসারের পরিচালনায় বক্তব্য রাখেন সিবিএ-এর সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বারেক, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জহিরুল ইসলাম এবং ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান। এ সময় এএফসিসিএল সিবিএর অন্যান্য কর্মকর্তাসহ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কারখানার শ্রমিক-কর্মচারীরা জানান, কারখানাটি বিগত ৯ মাস উৎপাদন বন্ধ থাকার পর ২০ জানুয়ারি থেকে চালু করার চেষ্টা করা হলে প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় ইউরিয়া সার উৎপাদন সম্ভব হয়নি। এতে প্রতিদিন প্রায় ২ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।

তারা আরও বলেন, কারখানার উৎপাদন বন্ধ থাকায় যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থায় কারখানাকে বাঁচাতে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

উল্লেখ্য, আশুগঞ্জ সার কারখানা থেকে প্রতিদিন ১,২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়। এই সার ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জসহ দেশের আটটি জেলায় সরবরাহ করা হয়ে থাকে।

মন্তব্য