গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসানের শীত বস্ত্র কম্বল পেয়ে খুশি বল্লমঝাড় মধ্যমকুমেদপুর শাহ্ জাফর সাদী (রহঃ) নূরানী হাফিজিয়া ক্বওমী মাদরাসা ও এতিমখানার ৭জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার বল্লমঝাড় মধ্যমকুমেদপুর শাহ্ জাফর সাদী (রহঃ) নূরানী হাফিজিয়া ক্বওমী মাদরাসা ও এতিমখানার ৭জন শিক্ষার্থীসহ ৩জন আবাসিক শিক্ষকের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের শিক্ষক সাদ্দাম হোসেন বলেন, আমাদের মাদরাসা ও এতিমখানায় এখনও পর্যন্ত কেউ কম্বল দেয়নি এ শীতে। সদরের ইউএনও স্যার আমাদের ৭জন এতিম ছাত্রসহ আমাদের ৩ জন শিক্ষককে কম্বল দিয়েছে। এটি খুবই মহতী কাজ করেছেন তার জন্য দোয়া রইল।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান ভোরের আকাশকে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে সর্বমোট ৬০০০ পিস কম্বল পেয়েছি।
এগুলো ষাটোর্ধ বয়সের অসহায় মানুষ, দুস্থ পথচারী ও এতিমখানার শিশুদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ করা হয়েছে। এই শীতে মানুষ যেন কষ্ট না পায় সেজন্য গাইবান্ধা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
মন্তব্য