সিলেটের বিশ্বনাথে

জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

সিলেট ব্যুরো
জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে বিশ্বনাথ উপজেলার দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ। অনুষ্ঠানে দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা রানী গোস্বামীসহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তাগণ নারী উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেন, "নারীদের স্বাবলম্বী হতে নানাবিধ প্রশিক্ষণ গ্রহণ করা অত্যন্ত জরুরি। সরকার অনগ্রসর, অবহেলিত, ও বেকার মহিলাদের আত্মকর্মসংস্থান এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করেছে। শিক্ষিত নারীরা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে পুরুষের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে এবং নিজেদের সাবলম্বী করে তুলেছে।"

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, "নারী ও শিশুর উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ সঠিকভাবে অনুসরণ করলে তাঁদের উন্নয়ন ও সাফল্য ত্বরান্বিত হবে। সম-অধিকার বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবার থেকে নারীর প্রতি যেন কোনো বৈষম্য না হয়, সে বিষয়ে সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন। নারীদের অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ যত বাড়বে, নারীর ক্ষমতায়নও তত বাড়বে।"

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য