ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. রবিউল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট বিশ্বরোড মোড়ে ফলের দোকানের সামনে মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দরবেশপুর গ্রামের মো. মাইনউদ্দিনের ছেলে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার মোবাইল ডিউটি চলাকালীন বিশ্বরোড মোড়ে অভিযান চালানো হয়। মহাসড়কে অবস্থানরত রবিউলকে তল্লাশি করে তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য