কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ

চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের উৎসবমুখর আয়োজন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের উৎসবমুখর আয়োজন

ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনদের উষ্ণ অভ্যর্থনা জানান শিক্ষকরা।

নবীন বরণ উপলক্ষে গোটা ক্যাম্পাস সজ্জিত করা হয়। কেউ এসেছিলেন সেজেগুজে, কেউ হলুদ পাঞ্জাবি পড়ে, কেউবা হলুদ শাড়ি জড়িয়ে, আবার কেউ সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি, আনন্দ, আড্ডা ও উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে শিক্ষকরাও শরিক হন।

অনুষ্ঠানে চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফরিদ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল গালিব মোহাম্মদ জিল্লুর রহমান, ভাইস প্রিন্সিপাল মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুব কবীর বলেন, "স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারে চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের মতো আধুনিক ও সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান।" তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে চরফ্যাশন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, "শিক্ষা জীবনে মেধা বিকাশের অন্যতম সহায়ক হলো যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান। আমি বিশ্বাস করি, তোমাদের মেধা বিকাশে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে, যা তোমাদের জন্য অত্যন্ত গর্বের।"

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

মন্তব্য