পিরোজপুরের আকাশে বিস্ময়

১২ বছরের সৌরভের হাতে তৈরি প্লেন

পিরোজপুর প্রতিনিধি
১২ বছরের সৌরভের হাতে তৈরি প্লেন

পিরোজপুরের আকাশে আজ (২২ জানুয়ারি, ২০২৫) এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। ১২ বছর বয়সী এক কিশোরের তৈরি একটি প্লেন আকাশে উড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এই প্লেন কোনো কারখানায় তৈরি হয়নি; বরং পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সৌরভের নিজ হাতে তৈরি।

সৌরভ তার এই উড়োজাহাজটি তৈরি করতে বেশ কিছু উপকরণ ব্যবহার করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: ডিপ্রন শীট, ২৪৫০কেভি ব্রাশবিহীন মোটর, ২টি মিনি সার্ভো, পুশ রড, ৪০এ ইএসসি, সার্ভো হর্ন, মাইক্রোজোন রিসিভার, মাইক্রোজোন ট্রান্সমিটার, প্রপেলার, আঠালো বন্দুক, লাঠি এবং ১৫০০মাহ টাইগার লিপো ব্যাটারি। এই সকল উপকরণ এবং নিজের মেধা ও চেষ্টায় সৌরভ এমন একটি উড়ন্ত যান বানাতে সক্ষম হয়েছে যা সত্যিই প্রশংসার যোগ্য।

সৌরভের এই অসাধারণ কৃতিত্ব তার নিজের প্রবল আগ্রহ, কঠোর পরিশ্রম এবং পরিবারের পূর্ণ সহযোগিতার ফল। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন ইঞ্জিনিয়ার ও পাইলট হওয়ার। সেই স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেলো তার এই প্লেন তৈরি।

মন্তব্য