পিরোজপুরে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার মজুমদার, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. আবদুল্লাহ আল মাসুদ, শিক্ষার্থী ফারজানা ইসলাম লুবনা, তামিম শেখ, লতা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের কর্মকর্তাগণ, মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রাজনীতি সচেতন হওয়া ভালো, তবে সার্বক্ষণিক রাজনীতি নয়। কোনো অন্যায় বা জুলুম যাতে না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশ ও জাতির কল্যাণে তরুণদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। সমৃদ্ধ দেশ গঠনে সামাজিক আন্দোলনের উপর জোর দেওয়া এবং তরুণদের একযোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপর বক্তারা আলোকপাত করেন।
মন্তব্য