শেরপুরে আস্ সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে ঝিনাইগাতী উপজেলার তিনানী তানবীরুল উম্মাহ মাদ্রাসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনানী তানবীরুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নাজমুল হক, আস্ সুন্নাহ ফাউন্ডেশনের প্রোজেক্ট এক্সিকিউটিভ মো. জোবায়ের ইবনে কামাল, রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সভাপতি ও সাংবাদিক মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এবং তানবীরুল উম্মাহ মাদ্রাসার একাউন্টিং বিভাগের কর্মকর্তা মোরাদ হোসেনসহ আরও অনেকে।
আস্ সুন্নাহ ফাউন্ডেশনের প্রোজেক্ট এক্সিকিউটিভ মো. জোবায়ের ইবনে কামাল বলেন, "আমরা আস্ সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরের সীমান্তবর্তী ডেফলাই বেদেপল্লী, তিনানী এবং শেরপুর শহরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
মন্তব্য