পিরোজপুরে

ক্লিন এনার্জি সচেতনতায় মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
ক্লিন এনার্জি সচেতনতায় মানববন্ধন

পিরোজপুরে 'জীবাশ্ম জ্বালানিকে না বলুন' এবং 'ক্লিন এনার্জি - টেকসই ভবিষ্যৎ' এই স্লোগানকে সামনে রেখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং টিআইবি'র যৌথ আয়োজনে স্থানীয় টাউন ক্লাব সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক পিরোজপুরের সভাপতি এম এ রব্বানী ফিরোজ, সনাক সদস্য এডভোকেট শহিদুল্লাহ খান, অধ্যাপক শাহ আলম এবং টিআইবি'র এরিয়া ম্যানেজার এম জহিরুল কায়ুম প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে পরিচ্ছন্ন জ্বালানি (ক্লিন এনার্জি) অপরিহার্য। এটি সময়োপযোগী ও নির্ভরযোগ্য জ্বালানি হিসেবে বৈশ্বিকভাবে স্বীকৃত। বক্তারা আরও উল্লেখ করেন যে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়ানোর জন্য সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।

মানববন্ধনের পর সনাক কার্যালয়ে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।

মন্তব্য