পিরোজপুরে

হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি
হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

পিরোজপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে শহরের কৃষ্ণচুড়া মোড়ে অবস্থিত পিরোজপুর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শ্রমিকদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনসার উদ্দীন শেখ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস হাওলাদার। এছাড়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. নাসির শেখ, কোষাধ্যক্ষ মো. বখতিয়ার হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক শাহজালাল শেখসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, "আমি দীর্ঘ ১৭ বছর সংগঠনের পাশে থেকে কাজ করেছি এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। দমন-নিপীড়ন সহ্য করেও সংগঠনের সঙ্গে ছিলাম। সদর থানা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করার লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করছি।"

তিনি আরও বলেন, "আজকে আমার সংগঠনের নেতাকর্মীদের মাঝে কিছু কম্বল বিতরণ করেছি, এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে।"

মন্তব্য