সাম্প্রদায়িকতার বিভেদ, হিংসা-বিদ্বেষ ও কুসংস্কারের অশান্তির সময়ে পরম পুরুষ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শাশ্বত কল্যাণকর বাণী প্রচার এবং বিশ্ব মঙ্গলার্থে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলাকীর্তন।
২৫ জানুয়ারি সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে কীর্তনের শুভ উদ্বোধন করা হয়। করুণাময়ী কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় লাহিড়ী ও নামযজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি সুজন দত্ত জানিয়েছেন, এই উৎসব আগামী ৩ ফেব্রুয়ারি মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিদিন শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত মন্দিরে সমবেত হয়ে কীর্তন শ্রবণ করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা জানান, হরিনাম সংকীর্তন তাঁদের জীবনে আনন্দ ও পরম শান্তি এনে দিয়েছে। তারা বলেন, "এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আমাদের জীবনে এক মহান পরিবর্তন আনে। বিশেষ করে সংকীর্তনের মাধ্যমে আমরা আমাদের ভেতরের সকল অশুভ শক্তি দূর করে শুদ্ধতার পথে এগিয়ে যাই।"
করুণাময়ী কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় লাহিড়ী বলেন, "হরিনাম সংকীর্তন একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় অনুষ্ঠান, যা সকল ভক্তকে একত্রিত করে, সামাজিক সম্প্রীতি বাড়ায় এবং পরম শান্তি লাভের সুযোগ দেয়।" তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান স্থানীয় সমাজে নতুন প্রেরণা সৃষ্টি করে এবং ভক্তদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, উক্ত অনুষ্ঠান যাতে নিরাপদে সম্পন্ন হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে।
এবারের অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করছেন—শ্রী বিষ্ণু মন্দির সম্প্রদায়, মাদারীপুরশ্রী কুলেশ্বরী সম্প্রদায়, মোহনগঞ্জশ্রী ভবা পাগলা সম্প্রদায়, সাতক্ষীরাশ্রী নব বিমল কৃষ্ণ সম্প্রদায়, নেত্রকোনাশ্রী ভাগ্যশ্রী সম্প্রদায়, সাতক্ষীরাশ্রী ব্রজ নন্দন সম্প্রদায়, সাতক্ষীরা
অষ্টকালীন লীলাকীর্তনে অংশ নিচ্ছেন—সৌমেন গোস্বামী, নদীয়াশ্রীমতি শতরূপা হাওলাদার, রাজশাহীশ্রীমতি লাবনী সরকার, বগুড়া
মন্তব্য