বরিশাল নগরীর

পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরের দাবি

বরিশাল ব্যুরো
পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরের দাবি

বরিশাল নগরীর ৩ নং ওয়ার্ডের পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির বরিশাল মহানগরীর সাবেক সভাপতি ও আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল আহসান হাসান।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, অর্ধশতাব্দী পুরোনো এই বিদ্যালয়টি স্কুল অ্যান্ড কলেজে রূপান্তর এখন সময়ের দাবি। পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হলে এই এলাকার হাজার হাজার শিক্ষার্থী এর সুফল পাবে।

এই দাবির প্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথি, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, এলাকাবাসী উদ্যোগ নিলে পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে স্কুল অ্যান্ড কলেজে রূপান্তর করার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।

প্রধান শিক্ষক উত্তম কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সেরাজুল হক মৃধা (হক মাস্টার) এবং বিদ্যালয়ের জমিদাতা ও বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মো. লিয়াকত আলী খান (এডভোকেট)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র জয়ধর, সুপ্তবিকাশ কিন্ডারগার্টেনের পরিচালক মো. জিয়াউল হাসান ও মুবাশ্বিরা।

মন্তব্য