শিরোনাম
বরিশালে

ফলের উপর বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

বরিশাল ব্যুরো
ফলের উপর বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

আজ (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মহানগর আড়ৎদার ফল ব্যবসায়ীদের আয়োজনে ফলের উপর বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আড়ৎদার ফল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান জাকির, সহ-সভাপতি আঃ মান্নান, কোষাধ্যক্ষ মোঃ হান্নান খানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সরকার কর্তৃক ফলের উপর বর্ধিত শুল্ক ও কর আরোপের ফলে ব্যবসায়ীদের বেশি দামে ফল বিক্রি করতে হচ্ছে। ফলে সাধারণ মানুষ আগের মতো ফল কিনতে পারছে না, যার ফলে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। তারা আরও বলেন, আমরা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছি। এই পরিস্থিতি চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই, অবিলম্বে ফলের উপর বর্ধিত কর প্রত্যাহার করতে হবে।

তারা আরও জানান, তাদের এ দাবি সরকার মেনে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য