বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে পিরোজপুর জেলা বিএনপি। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পিরোজপুরের ইন্দুরকানি (জিয়ানগর) উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "বিএনপি জনগণের দল। তাই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে শহীদ জিয়ার গড়া এ দলটি। মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের দুঃখ-কষ্টের সময় বিএনপি সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে। অতীতে বিএনপি তাই করেছে, এখনো করছে আর ভবিষ্যতেও করবে।"
এ সময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন সহ জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
মন্তব্য