বরিশাল নগরীতে

তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন ও ওয়াজ মাহফিল

বরিশাল ব্যুরো
তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন ও ওয়াজ মাহফিল

পবিত্র শবে বরাত উপলক্ষে চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান থাকবেন আন্তর্জাতিক বক্তা আলহাজ্ব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মোফাসসিরে কোরআন, ঢাকা। এছাড়া আরো ওয়াজ করবেন মাওলানা মোহাম্মদ মোফাজ্জেল হোসাইন আব্বাসী, মাওলানা মুফতি মহিবুল্লাহ আল-মুঈন, মুফাসসিরে কোরআন, কুমিল্লা; মাওলানা ইসমাইল বুখারী, মোফাসসিরে কোরআন, কাশিয়ানি; মাওলানা আব্দুল মোনায়েম খান, ছারছিনা দারুস সুন্নাত জামিয়া নেছারিয়া দ্বিনিয়া; এবং গোলাম মোস্তফা, ইমাম, বরিশাল ইউনিভার্সিটি জামে মসজিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা মির্জা নুরুর রহমান বেগ, পেশ ইমাম ও খতিব, জামে এবাদুল্লাহ মসজিদ। দ্বিতীয় দিনে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা শামসুল আরেফিন। তৃতীয় দিনে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা শরফ উদ্দীন বেগ।

মাহফিলের শেষ দিন রাত দশটায় এবাদুল্লাহ মসজিদ হিফজুল কুরআন মাদ্রাসার ৯ জন ছাত্রকে দস্তারবন্দী করা হবে।

মন্তব্য