বরিশালের উন্নয়ন ভাবনায় মতবিনিময় সভা

নাগরিক সমাজের উদ্বেগ ও সুপারিশ

বরিশাল ব্যুরো
বরিশালের উন্নয়ন ভাবনায় মতবিনিময় সভা

বরিশালের উন্নয়ন ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় নাগরিক সমাজের পক্ষ থেকে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অবহেলার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ‘আমরা বরিশালবাসী’ ব্যানারে আয়োজিত এ মতবিনিময় সভাটি গতকাল রোববার বিকেলে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে সভায় গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উন্নয়ন বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন।

বক্তারা বরিশাল-ফরিদপুর জাতীয় মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, ফরিদপুর-বরিশাল-পায়রা বন্দর-কুয়াকাটা রেল প্রকল্প বাস্তবায়ন, বরিশাল পর্যটন মোটেল নির্মাণ, ভোলার গ্যাস বরিশালের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্তকরণ, নিয়মিত জাতীয় পতাকাবাহী বিমান ফ্লাইট চালু, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, রাজধানীর সঙ্গে নিয়মিত স্টিমার সার্ভিস চালু এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল বৃদ্ধির দাবি জানান।

সভায় প্রধান অতিথি সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, উন্নয়নের ক্ষেত্রে বরিশাল অনেক পিছিয়ে আছে। এর জন্য অতীতের উদাসীনতা ও অবহেলাকে দায়ী করে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বরিশালের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে, তিনি বরিশালের উন্নয়নে তার তরফ থেকে যা কিছু করণীয় সম্ভব তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় বরিশাল চেম্বারের সভাপতি এবায়েদুল হক চাঁন এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য দেন। এছাড়া, বরিশাল সিটি করপোরেশনের প্লান অনুমোদন না করার বিষয়টি নিয়েও ব্যাপক সমালোচনা হয়।

মন্তব্য