পিরোজপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছেন জেলা পুলিশ। সোমবার সকালে ৬০ জন মাদ্রাসার শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
পুলিশ সুপার বলেন, "জেলা পুলিশ পিরোজপুরের মানুষের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। ‘মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের নানান কার্যক্রম অব্যাহত থাকবে।"
তারাবুনিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মোঃ মোশাররফ হোসেন বলেন, "আমরা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে, এই মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী পবিত্র কোরআন শরীফ পেয়েছে। এটি আমাদের জন্য এক বিশেষ প্রাপ্তি।"
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা।
মন্তব্য