বর্ণিল আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
বর্ণিল আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপন

বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারী শিক্ষার পথিকৃত ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। রজতজয়ন্তীর এই মিলনমেলা উদযাপন উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী কলেজ চত্বরে স্মৃতিচারণ, আলোচনাসভা, কৃতি সন্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) গবেষক ও কীটতত্তবিদ প্রফেসর ডক্টর মুহা.রাশেদুল ইসলাম। তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েদের যে মেধা আছে সে মেধা দিয়ে আত্মবিশ্বাসী হতে হবে। তবেই কাঙ্খিত সফলতা অর্জন করা সম্ভব হবে।

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী, দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রাক্তন সচিব ও ফুলবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো. নজমুল হক নাজিম। অভ্যাগত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক ভোরের আকাশের এমডি মো. জাহের উদ্দিন সরকার, প্রাক্তন অধ্যাপক চিত্তরঞ্জন দাস, ফুলবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হক, দৈনিক ভোরের আকাশের প্রকাশক কমরেড এসএম আব্দুল্যাহ নুরুজ্জামান, প্রাক্তন মেয়র মো. মাহমুদ আলম লিটন ও বিশিষ্ট ব্যবসায়ী সুদর্শন পালিত প্রমুখ। এতে স্বগত বক্তব্য দেন রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব উপাধ্যক্ষ রহিদা বেগম। কলেজের অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি জানান, নারী শিক্ষার প্রসার ও উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠানটি ৩০ বছর পূর্বে প্রতিষ্ঠা করা হয়েছিল। কলেজের ২৫ বছর পূর্তিতে এই রজতজয়ন্তী উদযাপন করার কথা ছিলো। কিন্তু করোনার প্রাদুর্ভাবে ৩০ বছরে এসে এই রজতজয়ন্তী উদযাপন করা হলো।

অনুষ্ঠানের শুরুতে সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এর পর উৎসব মূখর পরিবেশে সুরের মূর্ছনায় একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস থেকে বের হয়ে পৌরশহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নবীণ-প্রবীণ শিক্ষার্থী, দর্শনার্থী এবং অতিথিদের পদচারনায় মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। সারা ক্যাম্পাস জুড়ে ছিল চিত্ত হরণ করা নতুনত্বের ছোঁয়া। কলেজের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রদর্শন করা হয় প্রামাণ্যচিত্র। রজতজয়ন্তীর এই মিলনমেলাকে স্মরণীয় করে রাখতে প্রকাশ করা হয় ম্যাগাজিন “স্পন্দন”। প্রসঙ্গত, নারী শিক্ষার প্রসার ও উন্নয়নে রজতজয়ন্তীর অনুষ্ঠান সফল করতে আর্থিক সহযোগিতার জন্য মঞ্চে দৈনিক ভোরের আকাশের এমডি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য