আশুলিয়ায় গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

সাভার প্রতিনিধি
আশুলিয়ায় গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

সাভার ছাত্র জনতা গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার বেলা ১০টায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নবীনগর অভিমুখে মহাসড়ক দিয়ে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়ে বক্তব্য রাখেন, আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক দেশ রূপান্তরের খোকা মোহাম্মদ চৌধুরী, সদস্য সচিব দৈনিক বণিক বার্তা পত্রিকার প্রতিনিধি মোঃ সোহেল রানা, দৈনিক মুক্তখবর পত্রিকার ওবায়দুর রহমান লিটন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের সাকিব আসলাম, দৈনিক সাধীন বাংলা পত্রিকার মো. ইয়াসিন, ছাত্র সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য রিফাত আহম্মেদ ইমনসহ আরও অনেক নেতা-কর্মী। আশুলিয়া, সাভার, ধামরাই ও কাশিমপুর থেকে আগত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও ছাত্র জনতা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় সবাই একবাক্যে বলেন, জুলাই বিপ্লব তথা কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও সাধারণ জনগণকে ২০২৪ সালের ৫ আগস্ট নির্বিচারে গুলি করে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। হত্যার ষড়যন্ত্রকারী ও সরাসরি হত্যায় জড়িত দুই সাংবাদিক, একাধিক মামলার আসামি ফ্যাসিস্ট সরকারের দোসর এনটিভির সংবাদকর্মী জাহিদুর রহমান ও এটিএন নিউজের সংবাদকর্মী জাহিদ হাসান সাকিলের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের লিফলেট, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।

মন্তব্য