ঈশ্বরগঞ্জে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল
দীর্ঘ এক দশক পর সম্প্রতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত ওই কমিটিতে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক, আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব ও একেএম হারুন অর রশিদকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
(১৬ ফেব্রুয়ারি) রোববার বিকেলে অনুষ্ঠিত ওই মিছিলে অংশ নেন ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময়  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা।
 
এদিকে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত  সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন- নবগঠিত কমিটির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর-রশীদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলি টিপু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট এএসএম সারোয়ার জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু প্রমুখ।
 
এর আগে গত (১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরে ১০১ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা এবং ৮৪ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন হয়।

মন্তব্য