-->
শিরোনাম

ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডি রেজাউলের সম্পদের হিসাব চায় দুদক

নিজস্ব প্রতিবেদক
ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডি রেজাউলের সম্পদের হিসাব চায় দুদক
দুদক কার্যালয়। ফাইল ছবি

চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজাউল আলম, তার স্ত্রীর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুদকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানিয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইস্টার্ন রিফাইনারি, চট্টগ্রাম-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক রেজাউল আলমকে তার নিজের, তার স্ত্রীর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর- অস্থাবর সম্পত্তি, দায়-দেনার বিস্তারিত বিবরণী আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে আদেশের সঙ্গে প্রেরিত ছক অনুসারে দুদক পরিচালক মো. আকতার হোসেন আজাদ বরাবর দাখিল করতে হবে।

দুদক আইন, ২০০৬ এর ধারা-২৬(১)- এর ক্ষমতাবলে এ আদেশ দেওয়া হয়েছে। উক্ত আইনের ধারা-২৬(২) মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিতে ব্যর্থ হলে বা মিথ্যা বিবরণী দাখিল করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Beta version