রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ দুই জনকে আটক করেছে র্যাব। তারা হলেন- মো. সাদ্দাম হোসেন সাব্বির ওরফে সিটু সাব্বির ওরফে সাগর (২১) ও মো. জালাল (১৮)।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) র্যাব-৩ এর মিডিয়া কর্মকর্তা এএসপি ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাত সাড়ে ৮ টার দিকে হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব কর্মকর্তা ফারজানা বলেন, র্যাব-৩ গোপনে জানতে পারে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী দীর্ঘদিন ধরে হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। এমন খবরে র্যাব-৩ এর একটি বিশেষ দল গতরাতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে আটক করে। তাদের কাছ থেকে একটি করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চাকু ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-৩ জানিয়েছে, আটক সাদ্দাম হোসেন সাব্বির ওরফে সিটু সাব্বির ওরফে সাগর সিটু সাব্বির গ্রুপের নেতা। তার বিরুদ্ধে চারটি মামলা আছে। সিটু সাব্বিরের ডান হাত হিসেবে পরিচিত জালালের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, মাদক কারবার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য